প্যালেস্টাইনের মানুষের সাথে সংহতি এবং তাদের স্বাধীনতার লড়াই সমর্থন করতে Writers Against the War on Gaza (WAWOG) নামক দলটি গড়া হয়েছে। লেখক, সম্পাদক, এবং সাংস্কৃতিক কর্মীদের একত্রিত করে এই দল চায় চলমান যুদ্ধের বিরুদ্ধে সাংস্কৃতিক সংহতি গড়ে তুলতে। এই দল ১৯৬৫- এর American Writers Against the Vietnam War সংস্থার থেকে অনুপ্রাণিত।


সংহতির বর্ণনা

October 26, 2023

গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ প্যালেস্টাইনের মানুষদের গণহত্যা করার একটি প্রচেষ্টা। ৭ই অক্টোবর এই যুদ্ধের শুরু হয়নি। কিন্তু এই গত কয়েক দিনে, ইসরাইলের সেনা ৬,৫০০- এর বেশি প্যালেস্টাইনের মানুষের প্রাণ নিয়েছে, এদের মধ্যে ২৫০০-এর বেশি শিশু। ১৭,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। গাজা এই পৃথিবীর বৃহত্তম আঢাকা কারাগার যার ২ মিলিয়ন বাসিন্দা — তাদের মধ্যে বেশির ভাগ মানুষ উদ্বাস্তু এবং যারা ১৯৪৮ সালে নিজেদের ভূসম্পত্তি হারিয়েছে, তাদের বংশধর। তাদের প্রত্যেকের সামান্যতম মানবাধিকার ২০০৬ সাল থেকে অস্বীকার করা হয়েছে। আমরা মনে করি ইসরাইল একটি বর্ণবাদী দেশ যেখানে সমাজের বিশেষাধিকার ইহুদি মানুষদের জন্য সংরক্ষিত। এই বর্ণবাদ প্যালেস্টাইনের মানুষদের প্রতি অন্যায়। এবং সেই সব ইহুদি মানুষদের প্রতি অন্যায়, যারা ইসরাইল এবং পৃথিবীর অন্য দেশে থেকে নিজের দেশের বাধ্যতামূলকভাবে সৈন্যদলে নিয়োগের বিরোধিতা করে। আমাদের এই দাবি মানবাধিকার সংস্থাদের দাবি, শিক্ষাবিদদের দাবি, এবং, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, প্যালেস্টাইনের সাধারণ মানুষের দাবি

আমরা লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পী, এবং অন্য নানা রকম সাংস্কৃতিক কর্মী। আমরা চাই  প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়াতে। আমরা তাদের শাসন-বিরোধী সংগ্রামের পক্ষে, এবং তাদের দখল-বিরোধী লড়াইয়ের পক্ষে। আমরা গাজার মানুষদের পক্ষে। তারা আমেরিকার সমর্থনে চলমান এক যুদ্ধের শিকার। তার ওপর ওয়েস্ট ব্যাংকে দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ বসতি এবং জমি অপসারণ প্যালেস্টাইনের মানুষদের আরো ক্ষতিগ্রস্ত করেছে। 

বর্ণবাদী মিডিয়া চ্যানেলের হাত ধরে প্যালেস্টাইনের মানুষদের ইসরাইলের এর বিরুদ্ধে সংগ্রামের খবর চাপা রাখা হচ্ছে। ইসরাইলের সরকার নিয়মিত ভাবে গাজায় থাকা সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে এবং তাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা এই ব্যবহারের বিরুদ্ধে। কম করে ২৪ জন সাংবাদিককে গাজায় হত্যা করা হয়েছে। ইসরাইলের বাইরে, ইসরাইলের বিপক্ষে প্রতিবাদ করার জন্য লেখক এবং বুদ্ধিজীবীদের হেনস্তা করা হয়েছে; অনেককেই প্যালেস্টাইনের মানুষদের সাথে সংহতি দেখানোর জন্য কর্মক্ষেত্রে বহিষ্ককার করা হয়েছে। এরকম ব্যবহার আমাদের বাক-স্বাধীনতাকে লঙ্ঘন করে। অনেক ক্ষেত্রেই জায়নবাদের বিরোধিতাকে ইহুদিবিরোধিতা বলা হয়েছে; এই রাজনৈতিক নিপীড়ন বিশেষ করে মুসলমান এবং কৃষ্ণাঙ্গ মানুষদের বাক-স্বাধীনতাকে ব্যাহত করে। যেমন ১১ই সেপ্টেম্বরের আক্রমণের পর মুসলমান-বিরোধী অপ্রমাণিত দাবির বহুবিস্তৃত প্রচলন করা হয়েছিল, ঠিক তেমন ভাবে আজও মার্কিন নেতৃত্বে এক নিষ্ঠুর এবং হিংসাত্মক প্রচারণা চলছে। 

ইসরাইলের প্যালেস্টাইনের মানুষের প্রতি এই হামলা রুখতে আমরা কি করতে পারি? শুধু শব্দ এবং কথা দিয়ে এই বিপুল ক্ষতির সমাধান হবে না। পশ্চিমী সরকার এই চলমান আক্রমণকে নির্লজ্জভাবে সাহায্য করে চলেছে। কিন্তু যুদ্ধকালীন সময়ে ছবি এবং শব্দের গুরুত্ব আমরা ভুলে যেতে পারি না : ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী এই যুদ্ধকে "মানুষ-বেশি পশু"-দের বিরুদ্ধে লড়াই বলে বর্ণনা করেছেন। ইসরাইল যখন গাজার জনবহুল এলাকা লক্ষ্য করে আক্রমণ করছে, এবং গাজা শহরের আকাশকে সাদা ফসফোরাস দিয়ে ঢেকে দিচ্ছে, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পাতায় তখন লেখা হচ্ছে: "ইসরাইল যুদ্ধ করছে এমন এক সমাজকে প্রতিরক্ষা করতে, যা মানব জীবনকে সম্মান দিতে জানে, যা আইনকে সম্মান করে চলে।" বহু খবরের কাগজ এবং মিডিয়া সংস্থা হামাসের আক্রমণকে "অপ্ররোচিত" বলে বর্ণনা করেছে। আমরা - অর্থাৎ Writers Against the War on Gaza - সত্যের এই বিকৃতিকে ধিক্কার জানাই। পারমাণবিক শক্তি-পূর্ণ একটি দেশ কিছুতেই নিজেকে প্রতারিত বলতে পারে না, বিশেষ করে যখন সে নিজেই বিপুল গণহত্যার পরিচালক। আমাদের কর্মক্ষেত্রে যারা এখনো বর্ণবাদ এবং গণহত্যাকে সমর্থন করে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। স্বাধীন প্যালেস্টাইনের স্থাপনা আমরা কথার জোরে করতে পারবো না ঠিকই, কিন্তু আমরা এমন প্রত্যেকটি খবর, বর্ণনা, এবং চিন্তাধারার বিরুদ্ধে দাঁড়াতে পারি যা চেষ্টা করে এই গণহত্যায় পশ্চিমি সাহায্যের হাতকে অগ্রাহ্য করতে। 

আমরা সেই সব লেখক, শিক্ষাবিদ এবং শিল্পীদের পাশে যারা প্যালেস্টাইনের মানুষদের সাথে দাঁড়িয়েছে, যারা প্যালেস্টাইনের মানুষদের থেকে রোজ দৃঢ়তা এবং প্রতিরোধের শিক্ষা অর্জন করছে। ২০০৪ থেকে, Palestinian Campaign for the Academic and Cultural Boycott of Israel (PACBI) ইসরায়েলি রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বা তার বর্ণবাদী শাসনের সাথে জড়িত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে বয়কট করার জন্য আর্জি জানিয়েছে। সাংস্কৃতিক সংস্থায় কার্যকরী বন্ধুদের আমরা এই বয়কটকে সমর্থন করার আবেদন জানাচ্ছি । লেখক, সম্পাদক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পী, নায়ক, নায়িকা, সৃজনশীল এবং শিক্ষা-কেন্দ্রিক কাজে যুক্ত থাকা সঙ্গীদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই দাবির সাথে সহমত হতে। স্বাধীন প্যালেস্টাইনের জন্য এক নতুন সাংস্কৃতিক সংহতি গড়ে তুলতে আমাদের পাশে দাঁড়ান।  

*বিঃদ্রঃ ২৬ অক্টোবরে নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্তে থাকা লেখকদের দ্বারা এই চিঠি লেখা হয়। এর বাংলা অনুবাদ জানুয়ারী ২ ২০২৪ তারিখে এখানে প্রকাশিত হয়। আমরা পৃথিবীজুড়ে বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি, এই চিঠি সই করতে এখানে ক্লিক করুন। 

হোমপেজে ফেরত যেতে এখানে ক্লিক করুন। 

Get in Touch

To be in touch about PACBI, workplace retribution, or collaboration

Image 1 - Part of the Palestinian Museum Digital Archive

Image 2 & 3 - Jayce Salloum, bowed my head in shame at having returned a visitor.., Abdel Majid Fadl Ali Hassan speaking in Bourg al Barajinah refugee ‘camp', near Beirut, Lebanon, from the video: “untitled part 3b: (as if) beauty never ends..”, Jayce Salloum, 11:22, 2002